“ক” তাহার স্ত্রীর সহিত যৌনসঙ্গমরত অবস্থায় “খ” কে দেখে তাকে মেরে
ফেললো। এক্ষেত্রে “ক” কে কি অপরাধী এবং হত্যাকারী হিসাবে সাবস্ত্য করা হবে ?
কোন স্বামী যখন তার স্ত্রীর সহিতযৌন্সঙ্গমে
লিপ্ত দেখিয়া কাহাকেও মারে ফেলে, তখন তা খুন হয় না। উহাতে যে অপরাধ হয়, তাহা খুন
নয়; ইহা অপরাধ জনক প্রাণহানি (culpable homicide) হিসাবে বিবেচ্য হবে। এক্ষেত্রে
স্বামী penal code এর ৩০৪ নং ধারা অনুযায়ী দোষী সাবস্ত্য হবে। Whoever commit culpable homicide not amounting to murder, shall be punished
with imprisonment for life, or imprisonment of either description for a term
which may extend to ten years, and shall also liable to fine.
“যখন কোন স্বামী তাহার স্ত্রীকে অবৈধ
সঙ্গমে লিপ্ত দেখিয়া তাহাকে মারিয়া ফেলে তখন সে মানুষের প্রাণহানির দায়ে দোষী হয়,
খুনের দায়ে নয়। এই আইন সেক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেক্ষেত্রে সংশিলষ্ট স্ত্রী
লোকটি আসামীর স্ত্রী নয়।”
No comments:
Post a Comment